র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা জেলি পুশকরা ২ মেট্রিক টন চিংড়ি জব্দ করে ধবংস

0
237

যশোর অফিস : র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা জেলি পুশকরা ২ মেট্রিক টন চিংড়ি জব্দ করে তা ধবংস করেছে। তিনটি ট্রাকে ৬৩টি ককসিটে ওই চিংড়ি খুলনার ডুমুরিয়া থেকে ঢাকার কারওয়ান বাজারের উদ্দেশ্যে নেয়া হচ্ছিল। ধবংসকরা চিংড়ির বাজার মূল্য ১৫ লাখ টাকা।
এছাড়া ইনজেকশনের মাধ্যমে জেলি পুশকরার অভিযোগে র‌্যাব পরিচালিত একটি মোবাইল কোর্ট ৮ব্যবসায়ীকে আড়াই লাখ টাকা জরিমানা করেছেন।
গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে যশোর-মাগুরা সড়কের বাহাদুরপুর উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে ওই চিংড়ি ভর্তি ট্রাক তিনটি জব্দ করা হয়।
র‌্যাব জানিয়েছে, ট্রাক গুলো জব্দ করার পর জেলা মৎস পরিদর্শক ও মান নিয়ন্ত্রণ কর্মকর্তা লিপ্টন সরদার সে গুলো পরীক্ষা করে দেখেন প্রত্যেকটি চিংড়ির শরীরে অস্বাস্থ্যকর জেলি পুশ করা হয়েছে। ফলে সে গুলো বাজেয়াপ্ত করা হয়। এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে খুলনার ডুমুরিয়ার ব্যবসায়ী সহিতোষকে ১ লাখ টাকা, যশোরের মণিরামপুরের কাপালিয়া এলাকার ব্যবসায়ী মোহাম্মদ হোসাইনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সাতক্ষীরার কালিগঞ্জের মুনসুর আলী, এশার আলী, মোহাম্মদ রানা, আমিরুল ইসলাম, আব্দুর রহমান ও শ্যামনগরের বিকাশ আলী প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মোবাইল কোর্টের মাধ্যমে জব্দকৃত চিংড়ি ধবংস করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here