প্রেস বিজ্ঞপ্তি : বিএনপি নেতৃত্বাধীন বিশ দলীয় জোটের বিরোধী আপোষহীন রাজনীতিবিদ,জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা’র প্রতিষ্ঠাতা সভাপতি শফিউল আলম প্রধানের আজ ২১ মে ৫ম মৃত্যুবার্ষিকী। গত ২০১৭ সালের এই দিনে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসায় ইন্তেকাল করেছিলেন।
শফিউল আলম প্রধানের স্মৃতিচারণ করে তার (কন্যা) জাগপা’র বর্তমান সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেন,শফিউল আলম প্রধান ছিলেন এদেশের গণতান্ত্রিক আন্দোলনের একজন সিংহ পুরুষ। প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে জনগণের পাশে থাকা এই বর্ষীয়ান রাজনীতিবিদকে জাতি চিরদিন স্মরণ করবে। ইসলামী মূল্যবোধ ও জাতীয়তাবাদী ধারার রাজনীতি বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন শফিউল আলম প্রধান। শুধু তাই নয়, গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য শফিউল আলম প্রধান বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটকে ২০দলীয় জোটে রুপান্তর করে বিশাল প্লাটফর্ম তৈরী করে গেছেন। মাতৃভূমি ও স্বজাতি মানুষের জন্য তার দৃষ্টিভঙ্গি ছিল মমতার বাধঁন জড়িয়ে। তার আকস্মিক মৃত্যু ও দেশের শূণ্যতা আজ জনগণ মর্মে মর্মে অনূভব করছে।
শফিউল আলম প্রধানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার জুম্মাবাদ যশোর রেলগেট জামে মসজিদে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
দোয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার প্রেসিডিয়াম সদস্য, যশোর জেলার প্রতিষ্ঠাতা সভাপতি ও খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কারী, নিজামদ্দিন অমিত, জেলা শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামাল চৌধুরী, জেলা শাখার সহ সাধারণ সম্পাদক খন্দকার জাহিদ হাসান, শেখ কায়েম আলী, প্রচার সম্পাদক শাহজাহান মল্লিক, সহ-সাংগঠনিক সম্পাদক জাবেদ কাজী, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আবিদ হোসেন,ডাঃ এম এ সামাদ, জাগপা নেতা মুকুল শেখ, আমিনুল ইসলাম, রেজওয়ান বাবু, রিয়াজ হোসেন, সিফাত হোসেন, রিফাত হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন, খতিব, মুফতি হযরত মাওলানা মাসরুর ।#















