দুই যুবককে মারপিট করার অভিযোগে খানায় মামলা

0
267

স্টাফ রিপোর্টার : যশোর শহরতলীর সুজলপুরে সাকিব (২৫) ও নাহিদ (২৩) নামে দুই বন্ধুকে মারপিটে জখমের অভিযোগে কোতয়ালি থানায় একটি মামলা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সুজলপুর এক নম্বর পাড়ার জাকারিয়ার চায়ের দোকানের সামনে।
আসামিরা হলো, একই এলাকার খোরশেদ আলীর ৪ ছেলে ইরিয়ান (২৩), নচুয়া (৩৫), ইমরান (২৬) ও সেলিম (৪০) এবং মাইনো গাজীর দুই ছেলে মতিয়ার গাজী (৫০) ও ফসিয়ার গাজী (৩৫) এবং মতিয়ার গাজীর ছেলে অপু (২৩)।
ওই এলাকার মৃত আতিয়ার রহমানের স্ত্রী আরিফা বেগম (৫০) এজাহারে উল্লেখ করেছেন, আসামিদের সাথে তার ছেলে সাকিবের পূর্ব শত্রুতা ছিলো। সেকারণে তাকে মারপিট ও খুনের ষড়যন্ত্র করে আসছিল আসামিরা। গত ২০ মে সন্ধ্যা ৭টার দিকে তার ছেলে সুজলপুর বাজারের জাকারিয়ার চায়ের দোকানে অবস্থান করছিল। সে সময় আসামিরা এসে তাকে মারপিট করে। লোহার পাইপ, বাঁশের লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমন করে। এ সময় সাকিবের বন্ধু নাহিদ ঠেকাতে গেলে তাকেও মারপিট করে। তাদের কাছ থেকে সোনার আংটি, নগদ টাকা ও মোবাইল ফোনসেট ছিনিয়ে নেয়। পরে হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরে আশেপাশের লোকজন এগিয়ে এসে দুইজনকে উদ্ধার করে যশোরে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তবে সাকিবের অবস্থা আশংকাজনক বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here