স্টাফ রিপোর্টার : ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মাসুদ খন্দকার (৩৩) ও মাহামুদ খন্দকার (৩০) নামে দুই ভাই মারাত্নক আহত হয়েছে। গুরুতর আহত মাসুদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে। মাহামুদ যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন । ঘটনাটি ঘটেছে গত শুক্রবার দিনগত রাতে যশোর সদর উপজেলার রূপদিয়া বাজার পার হয়ে জিরাট কবর স্থানের পাশে। আহত দুই ভাই নরেন্দ্রপুর গ্রামের খন্দকার পাড়ার খন্দকার আব্দুস সাত্তারের ছেলে।
প্রত্যক্ষদর্শী ফারুক হোসেন জানান, শুক্রবার রাত ১১ টার দিকে দুই ভাই মাসুদ ও মাহামুদ মোটর সাইকেল যোগে রূপদিয়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এসময় তারা রূপদিয়া বাজারের ফুড গোডাউন পার হয়ে জিরাট কবর স্থানের কাছে পৌছালে একদল অজ্ঞাত ছিনতাইকারী তাদের দুই ভাইয়ের মোটর সাইকেলের গতি রোধ করে। এসময় ছিনতাইকারীরা কোন কিছু বুঝে উঠার আগেই মাসুদকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। ভাইকে রক্ষা করতে এগিয়ে আসলে ছিনতাইকারীরা মাহামুদকেও ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। ছিনতাইকারীরা দুই ভাইকে রাস্তার ওপর ফেলে দিয়ে মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু ঘটনা টের পেয়ে স্থানীয় লোকজন ছুটে আসলে ছিনতাইকারী চক্রের সদস্যরা মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে আহত দুই ভাইকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার শাহীনুর রহমান সোহাগ জানান, মাসুদের আঘাত একটু গুরুতর। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে। ছোট ভাই মাহামুদ খন্দকারকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে স্থানীয় একজন জনপ্রতিনিধি রাজনৈতিক প্রভাব খাটাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। ওই জনপ্রতিনিধি প্রতিপক্ষকে ঘায়েল করতে ছিনতাইয়ের ঘটনাকে পূর্ব পরিকল্পিত সন্ত্রাসী হামলা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে বলেও স্থানীয় একাধিক পক্ষ অভিযোগ করেন।














