বেনাপোল ইমিগ্রেশনে যাত্রীর পেট থেকে সোনার বার উদ্ধার

0
282

যশোর অফিস : বেনাপোল ইমিগ্রেশন থেকে বাংলাদেশি এক যাত্রীর পেট থেকে তিনটি সোনার বার উদ্ধার করা হয়েছে।২৫ই মে বুধবার সকালে বেনাপোল ইমিগ্রেশনে গোপন তথ্যের ভিত্তিতে এনএসআই ও শুল্ক গোয়েন্দার যৌথ তল্লাশির মাধ্যমে ২ জন যাত্রীকে আটক করা হয়।পরে তাদেরকে রজনী ক্লিনিকে নিয়ে এসে এক্সরে করে তার পেটে দুইটি স্বর্ণের বার এর সাদৃশ্য দেখা যায়। পরবর্তীতে তার পেট থেকে দুইটা বার কালো টেপ মোড়ানো পাওয়া যায়। টেপ খুলে তিনটি স্বর্ণের বার পাওয়া যায় যার আনুমানিক ওজন ৩৫০ গ্রাম।
আটককৃত হলো শরিয়তপুর জেলার পালং থানার সোলপাড়া গ্রামের নুরুজ্জামানের ছেলে ফাহাদ উজ জামান খান,। তার পাসপোর্ট নং-A03524619 অপরজন হচ্ছে একই গ্রামের কাশেম খানের ছেলে মোঃ নান্টু।তার পাসপোর্ট নং- A00253448,।আটককৃতদের মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।এবিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ ওসি কামাল উদ্দিন ভূঁইয়া বলেন, দুইজন সোনা
পাচারকারীকে এনএসআই ও শুল্ক গোয়েন্দা কর্তৃক মামলা দিয়েছে। তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here