কর্মমুখী শিক্ষায় শিক্ষিত হয়ে দেশকে এগিয়ে নিতে হবে- প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

0
237

হেলাল উদ্দিন, রাজগঞ্জ প্রতিনিধি : কর্মমুখী ও সৃজনশীল শিক্ষায় শিক্ষিত হয়ে দেশকে এগিয়ে নেওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।
শনিবার (২৮ মে-২০২২) রাজধানীর আইডিয়াল কমার্স কলেজের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
শিক্ষার্থীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন- শুধু পুঁথিগত বিদ্যা নয়, তোমাদের প্রকৃত শিক্ষা অর্জন করতে হবে। জাতির পিতা দেশটাকে স্বাধীন করে আমাদের স্বাধীনসত্তা দিয়ে গেছেন। উত্তরণের বিভিন্ন ক্ষেত্র তৈরি করে দিয়েছেন। সেই ক্ষেত্রকে অবলম্বন করেই আজ ডাক্তার, ইঞ্জিনিয়ার, গবেষক, সাহিত্যিক হিসেবে নিজেদের আত্মপ্রকাশ করতে পারছি। তিনি বলেন- যোগ্য নেতৃত্বে একটি জাতি, একটি দেশ এগিয়ে যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে মর্যাদাশীল জাতি হিসেবে পরিচিতি পেয়েছে। মেধাবী জাতি ও সমৃদ্ধশালী দেশ গঠনে সরকার অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বর্তমানে নারীরা সর্বক্ষেত্রে মেধার সই রাখছে। আইডিয়াল কমার্স কলেজের অধ্যক্ষ মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন আইডিয়াল কমার্স কলেজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. এম এ হালিম পাটোয়ারী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here