যশোরে মোটর সাইকেল চুরি কালে গণধোলাই দিয়ে যুবককে পুলিশে সোর্পদ

0
258

যশোর অফিস : যশোরে মোটর সাইকেল চুরি কালে
গণধোলাই দিয়ে যুবককে পুলিশে সোর্পদদিন দুপুরে মোটর সাইকেল গ্যারেজ থেকে মোটর সাইকেল চুরি করে পালাবার সময় সবুজ বিশ্বাস (২৪) নামে এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। সে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বলিতাপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে।
কোতয়ালি মডেল থানার এসআই তাপস প্রত্যক্ষদর্শী সূত্রের বরাত দিয়ে জানান,৩১ মো মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় সবুজ বিশ্বাস শহরের লাল দিঘীর পূর্ব পাড়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যর বাড়ির বিপরীতে জেস টাওয়ারের পিছনে কথিত মোটর সাইকেলের গ্যারেজে থাকা শতাধিক মোটর সাইকেল এর মধ্যে লাল রংয়ের হ্যাং মোটর সাইকেল অভিনব কায়দায় চালু করে পালাবার সময় স্থানীয় যুবকের সহায়তায় ধরা পড়ে। পরে তাকে গণধোলাই দিয়ে কোতয়ালি মডেল থানায় সংবাদ দেয়া হয়। কোতয়ালি মডেল থানার পুলিশ মঙ্গলবার জরুরী ডিউটি থাকা এস আই তাপস মন্ডল খবর পেয়ে লাল দিঘীর পূর্ব পাড়ের জেস টাওয়ারের পিছনের উক্ত মোটর সাইকেল গ্যারেজ থেকে মোটর সাইকেল চোর সবুজ বিশ্বাসকে হেফাজতে নেয়। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here