ফায়ারম্যান গাউসুল আযমের শয্যাপাশে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

0
236

হেলাল উদ্দিন, রাজগঞ্জ প্রতিনিধি :চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে দগ্ধ হন ফায়ার সার্ভিসে কর্মরত যশোরের মণিরামপুরের সন্তান ফায়ারম্যান গাউসুল আযম।
তিনিসহ দগ্ধ অনেক রোগী রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ডপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন।
ফায়ারম্যান গাউসুল আযমসহ দগ্ধ মুমুর্ষ রোগীদের চিকিৎসা সেবা পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও যশোরের মণিরামপুর আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সামছুল হক মন্টুসহ অন্য নেতাকর্মীরা।
প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য হাসপাতালে চিকিৎসাধীন সকল মুমুর্ষ রোগীদের শয্যাপাশে অবস্থান করেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here