যশোরে এক হত্যা মামলার পরিচালনাকারী ব্যবসায়ী খুন

0
283

যশোর প্রতিনিধিঃ আজ শুক্রবার সকালে যশোর সদরের খোলাডাঙ্গা এলাকা থেকে লাভলু (৪৫) নামে এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আরবপুর ইউনিয়নের খোলাডাঙা কলোনীপাড়া রেললাইনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত লাভলু একই এলাকার মধ্যেপাড়া কলোনীর আব্দুল মান্নানের ছেলে। তিনি আফিল গ্রুপের ডিমের সেলসম্যান।
নিহতের পরিবার জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে লাভলু কাজ শেষে বাড়িতে এসে রাতের খাওয়া শেষে একটি চায়ের দোকানে যান। তারপর তিনি রাতে আর বাড়ি ফেরেননি। সকালে তার পরিবারের লোকজন খোঁজাখুজির এক পর্যায়ে রেললাইনের পাশে জনৈক আসাদের আম বাগানে লাভলুর মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাভলুর মরদেহ উদ্ধার করে।
নিহতের লাভলুর পরিবার ও স্থানীয় প্রতিবেশী সুত্রে জানা যায়, লাভলুর তিন ভাই ও এক বোন। বড় ভাই বাবলু ট্রেনে কাটা পড়ে মারা যান, ছোট ভাই মনি চার-পাঁচ বছর আগে দূর্বৃত্তদের হাতে খুন হয়। ছোট ভাইয়ের খুনের মামলা নিহত লাভলু পরিচালনা করতেন বলে জানা যায়। তার জের ধরে এ হত্যাকান্ড ঘটতে পারে বলে মনে করছেন নিহতের স্বজন ও প্রতিবেশীরা।
এ বিষয়ে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।ইন্সপেক্টর তদন্ত শেখ মোঃ মনিরুজ্জামান বলেন, এ বিষয়ে আইনানুগ ব্যবস্হা গ্রহন করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here