যশোর প্রতিনিধি : যশোরে গর্তে জমে থাকা পানিতে ডুবে রহমত আলী নামের ১৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১১ জুন) সদর উপজেলার শ্যামনগর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রহমত আলী একই গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
নিহত শিশু রহমত আলীর মামা তারেক হোসেন জানান, বসতবাড়ির ভেতর টিউবওয়েলের পাশে একটি গর্তে পানি জমে ছিলো। রহমত আলীর মা আয়েশা বেগম সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন। এমন সময় শিশু রহমত উঠানে খেলা করছিলো। খেলার ছলে এক পর্যায়ে টিউবওয়েলের সামনের পানি জমে থাকা গর্তের ভেতর পড়ে তলিয়ে যায় রহমত আলী। আনুমানিক ২০ মিনিটের মতো পানিতে ডুবে থাকার পর তার মা আয়েশা বেগম ছেলেকে খুঁজতে গিয়ে ডুবন্ত অবস্থায় গর্তের পানির মধ্যে দেখতে পান। তখন পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসক শিশু রহমত আলীকে মৃত ঘোষণা করেন।যশোর কোতয়ালীর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, সদর উপজেলার শ্যাম নগর গ্রামের ইদ্রিস আলীর ১৬ মাসের ছেলে পানিতে ডুবে মারা গেছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।















