আজম খান, বাঘারপাড়া (যশার): মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও হযরত আয়শা (রা)কে নিয়ে ভারতের বিজিপি’র বিতর্কিত নেতা নুপুর শর্মা ও নবীন জিনদাল কর্তৃক কুটক্তি করার প্রতিবাদে বাঘারপাড়ায় বিক্ষাভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জুন-২০২২) বিকালে উপজেলা সদরের চৌরাস্তায় হেফাজত ইসলাম বাঘারপাড়া শাখার আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবশে সভাপতিত্ব করেন কওমী ওলামা পরিষদের উপজেলা শাখার সভাপতি মুফতি মাসুম বিল্লাহ।
বক্তব্য রাখেন হাফেজ ইদ্রীস আলী ,হাফেজ সালাউদ্দীন,মুফতি মাসুদুর রহমান, মাওলানা মুত্তাকী বিল্লাহ,মুফতি মহিবুল্লাহ হাবিবি, মাওলানা কামরুজ্জামান, মাওলানা আব্দুর রশিদ, মুফতি আব্দুল জলিল,মুফতি শরিফুল ইসলাম, মুফতি মনিরুল ইসলাম, মাওলানা আনিছুর রহমান ,মুফতি সাইদুল ইসলাম,নাজমুস সাদাত, ,মাওলানা আশরাফুল ইসলাম প্রমুখ। বক্তারা এসময় বাংলাদশ সরকারর প্রতি রাষ্ট্রীয়ভাব নিন্দা জানানোর দাবী জানান।















