শৈলকুপায় রাতের আধারে কৃষকের জমিতে ফসল কর্তন

0
236

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ২ নং মির্জাপুর ইউনিয়নের ৫ নংওয়ার্ডের চরপাড়া গ্রামের কৃষক সেলিমের শনিবার রাতে প্রায় এক বিঘা জমির কলা ও মরিচ গাছ কে বা কারা রাতের আধারে কেটে দিয়েছে ।পূর্বে ও এই ধরনের ঘটনা কৃষক সেলিমের পরিবার ও গ্রামের বিভিন্ন কৃষকের সাথে ঘটছে বলে জানা যায়।
রবিবার সরজমিনে গিয়ে কৃষক সেলিমের প্রায় ১১ শতক জমির মরিচ ও প্রায় ২৯ শতক জমির কলাগাছ কর্তনের দৃশ্য দেখা যায়।
এই বিষয়ে কৃষক সেলিম বলেন, আমার পরিবার ও গ্রামের বিভিন্ন মানুষের ফসলের জমিতে প্রায়ই কে বা কারা রাতের আধারে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে।
পূর্বে আমার জমির ফসলও একাধিক বার কর্তন করা হয়৷ আমার কারোও সাথে শত্রুতা নেই।
তিনি এই বিষয়ে আরোও বলেন, আমি এই বিষয়ে আমার ওয়ার্ডের মেম্বর রবিউল ইসলাম ও ইউনিয়ন চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ কে অবহিত করেছি এবং শৈলকূপা থানা পুলিশকে জানানো হয়েছে। এই বিষয়ে কৃষক সেলিম ও তার আশেপাশের কৃষকেরা সঠিক তদন্তের মাধ্যমে বিচারের দাবী জানান।
উক্ত বিষয়ে ২ নং মির্জাপুর ইউনিয়ন চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ বলেন, এই বিষয়ে আমি অবগত আছি। শুধু এইবার নয় এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে। শৈলকুপা থানা পুলিশকে অবহিত করা হয়েছে।সঠিক তদন্তের মাধ্যমে বিচার করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here