কালীগঞ্জে তামাক নিয়ন্ত্রন আইন বাস্তবায়নে কর্মশালা

0
235

স্টাফ রিপোর্টার কালীগঞ্জ (ঝিনাইদহ) : কালীগঞ্জে তামাক নিয়ন্ত্রন আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অংশগ্রহনে এক কর্মশালা অনুষ্টিত হয়েছে। জাতীয় তামাক নিয়ন্ত্রন সেল, স্বাস্থ্য সেবা বিভাগ ও সাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের সহযোগিতায় কর্মশালাতে তামাকের ব্যবহার কমাতে ও আইন মানতে নানা দিকনির্দেশনা প্রদান করা হয়।
উপজেলা নির্বার্হী অফিসার সাদিয়া জেরিনের সভাপতিত্বে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্টিত কর্মশালায় উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভীন।
উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) হাবিবুল্লাহ হাবিবের সঞ্চালনায় তামাক ব্যাবহার রোধে আইন বিষয়ে তিনি নিজে সহ স্বাস্থ্য বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আলমগীর হোসেন ও কৃষি বিষয়ে কৃষি অফিসার মোহায়মেন আক্তার নানা পরামর্শ উপস্থাপন করেন।
এ ছাড়াও কর্মশালাতে আরো বক্তব্য রাখেন, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, সাংবাদিক শাহাজান আলী বিপাশ, ইউপি চেয়ারম্যান মহিবুল ইসলাম মন্টু, মোদাচ্ছের হোসেন,আলী হোসেন অপু, রাজু আহম্মেদ রনি লস্কর, আবুল কালাম আজাদ, শহীদ নুর আলী কলেজের অধ্যক্ষ রাশেদ সাত্তার তরু ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মধুসুদন সাহা সহ পরিষদের অন্নান্য কর্মকর্তাগন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here