পদ্মা সেতু উদ্বোধন, যশোরে দিনব্যাপী নানা আয়োজন

0
243

নিজস্ব প্রতিবেদক ॥ পদ্মা সেতু উদ্বোধন উপলে যশোরে হবে দিনব্যাপী নানা আয়োজন। এ উপলক্ষে যশোর জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। কালেক্টরেট সভাকে বুধবার সকালে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান।
সভা থেকে জানানো হয় রাষ্ট্রীয় কর্মসূচির সাথে মিল রেখে ২৫ জুন সকাল বিকেল যশোরের ঐতিহাসিক টাউন হল ময়দানে বর্ণাঢ্য উদ্বোধনী পর্বসহ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
সভায় উপস্থিত ছিলেন ও মতামত ব্যক্ত করেন বীরমুক্তিযোদ্ধা আলী হোসেন মনি, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, বীরমুক্তিযোদ্ধা এএইচএম মুযহারুল ইসলাম মন্টু, আফজাল হোসেন দোদুল, জেলা পরিষদের প্রশাসক সাইফুজ্জামান পিকুল, প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফ-উজ-জামান, সড়ক বিভাগ যশোরের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মো. ফিরোজ কবির, সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, জেলা শিা কর্মকর্তা একেএম গোলাম আযম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার দাস, ইসলামিক ফাউেন্ডশন যশোরের উপপরিচালক বিল্লাল বিন কাশেম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ দাশ, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুকুমার দাস, যশোর সংবাদপত্র পরিষদ সভাপতি একরাম উদ দ্দৌলা, প্রেসকাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারাজি আহমেদ সাঈদ বুলবুল, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যশোরের সভাপতি হারুন অর রশীদ, জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. মাহমুদ হাসান বুলু, পূজা উদযাপন পরিষদ যশোরের সভাপতি দীপংকর দাস রতন, এনজিও সমন্বয়কারী শাহাজাহান নান্নুসহ বিভিন্ন সরকারি বেসরকারি সেবা প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here