মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

0
266

হেলাল উদ্দিন, রাজগঞ্জ প্রতিনিধি : ভারতে বিজেপি সরকারের মুখপত্র নুপুর শর্মা ও দলীয়নেতা নবীন কুমার জিন্দাল কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও তার সহধর্মীনি হযরত আয়েশাকে (রা.) নিয়ে অবমাননাকর কটূক্তির প্রতিবাদে যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জুন-২০২২) আছর বাদ রাজগঞ্জ বাওড় কান্দা কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহ ময়দান থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। বিশাল বহরের বিক্ষোভ মিছিলটি রাজগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং রাজগঞ্জ চৌরাস্তা মোড়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাজগঞ্জ এলাকার জাগ্রত মুসলিম জনতার উদ্যোগে উক্ত বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন রাজগঞ্জ বাজার আলিয়া মাদ্রাসা জামে মসজিদের ইমাম ও খতিব ক্বারী আব্দুল গণি।
এদিন দলমত নির্বিশেষে পশ্চিম মণিরামপুরের সকল পর্যায়ের ধর্মপ্রান মুসলিম ও রাসুল (সা.) প্রেমি হাজার হাজার মানুষ এ বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করেন। এছাড়া এ মিছিলে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন, শিক্ষক ও সাধারণ ধর্মপ্রাণ মুসলিম জনতা অংশ নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here