স্টাফ রিপোর্টার : যশোরে বাবার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর শুনে ছেলে ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করেছেন। নিহত বাবার নাম সিরাজুল ইসলাম (৬০) ও ছেলের নাম সোহেল হোসেন (২৮)। নিহতরা যশোর সদর উপজেলার সুলতানপুর গ্রামের বাসিন্দা।
আজ শুক্রবার (১৭ জুন) দুপুর ২টার দিকে যশোর সদর উপজেলার সুলতানপুর গ্রামের মাঠের মধ্যে ও দুপুর ৩ টার দিকে মণিরামপুরের সুতিঘাটা রেললাইনের ওপর এ ঘটনাটি ঘটেছে। নিহত বাবা ও ছেলের লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। যশোরের চাঁদপাড়া পুলিশ ক্যাম্পের আইসি এসআই আমিনুল ইসলাম স্বাধীন আলোকে বলেন, সিরাজুল ইসলামের একমাত্র ছেলে সোহেল। আর তিনটি মেয়ের মধ্যে দুইজনের বিয়ে হয়েছে। পারিবারিক কলহের কারণে আজ দুপুরে বাড়ির পাশে মাঠের মধ্যে মেহগুনি গাছের সাথে গলায় ফাঁস দিয়ে বাবা আত্মহত্যা করেছে। এ খবর শুনে ছেলে দুপুর ৩ টার দিকে সুতিঘাটায় চলন্ত ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করেছে।















