যশোর বর্ষায় প্রান্তিক পেশাজীবী দুই জনকে সম্মাননা প্রদান

0
226

যশোর অফিস : বর্ষায় যাদের কাজ বাড়ে এমন প্রান্তিক পেশাজীবী দুইজনকে উত্তরীয় পরিয়ে সম্মাননা জানানো হয়েছে। প্রথম আলো বন্ধুসভা যশোরের আয়োজনে শহরের টাউন হল মাঠের রওশন আলী মঞ্চে আজ শুক্রবার বিকালে ‘ফল উৎসব ও বর্ষাবরণ’ অনুষ্ঠানে তাদেকে এ সম্মাননা জানানো হয়। যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান তাদের গলায় উত্তরীয় পরিয়ে এ সম্মাননা জানান।
সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন ছাতা তৈরির কারিগর আবেদ আলী ও মাছ ধরা ঘূনি- চারো তৈরির শিল্পী শংকর দাস। আবেদ আলীর বাড়ি যশোর সদর উপজেলার নুরপুর গ্রামে আর শংকর দাসের বাড়ি যশোরের মণিরামপুর উপজেলার ভোজগাতি গ্রামে। তাদের পেশার প্রতি সম্মান জানিয়ে একদিনের রোজগারের সম পরিমান সম্মানী, সম্মাননা স্মারক ও লুঙ্গি- গামছা উপহার হিসেবে তাদের হাতে তুলে দেওয়া হয়।
এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের বাংলা বিভাগের সাবেক প্রধান অধ্যাপক মোস্তাফিজুর রহমান, প্রথম আলোর প্রতিনিধি মনিরুল ইসলাম, বন্ধুসভার সভাপতি লাকি রানী কাপুড়িয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক সৌমেন্দ্র গোস্বামী। আরে আগে বন্ধুসভার বন্ধুদের পরিবেশনায় বৃষ্টি বন্দনা’ শিরোনামে সমবেত আবৃত্তি পরিবেশিত হয়। জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান করা হয়। শুরুতে ছিন্নমূল শিশুদের নিয়ে ফল উৎসব করা হয়। শিশুদের দেশি ফিলবডেদ চেনানো ও খাওয়ানো হয়। দেশির ফলে পুষ্টিগুন বিষয়ে আলোচনা করেন যশোর মেডিকেল কলেজের প্রভাষক ও বন্ধুসভার উপদেষ্টা চিকিৎসক আলাউদ্দীন। ‘বর্ষাবন্দনা’ শিরোনামে বন্ধুসভার সমবেত আবৃত্তি পরিবেশনের পর ঝমঝম করে বর্ষা নামে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here