নড়াইল প্রতিনিধি : নড়াইলে আইনশৃংখলা বাহিনীর হাতে বিভিন্ন সময়ে আটককৃত ১৫ লাখ টাকার মাদক দ্রব্য ধ্বংস করা হয়েছে। রবিবার(১৯ জুন) বিকেলে নড়াইল আদালত চত্বরে এই মাদক ধ্বংস করা হয়।
ধ্বংসকৃত মাদকের মধ্য রয়েছে দশ লক্ষ চল্লিশ হাজার ৫শ’ টাকার ইয়াবা, তিন লাখ পঁয়তাল্লিশ হাজার টাকার ফেনসিডিল,এক লাখ পঁচিশ হাজার টাকার গাঁজা ও পাঁচ হাজার টাকার বাংলা মদও হিরোইন।
মাদকদ্রব্য ধ্বংস করার সময়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট মোঃ হেলাল উদ্দিন, জুয়েল রানা,কোর্ট ইনস্পেক্টর,মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব ইন্সপেক্টর শাহরিয়ার হোসেন, পুলিশ সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।















