মণিরামপুরে একজন নারী এবং একজন পুরুষের অস্বাভাবিক মৃত্যু, আহত-২

0
226

হেলাল উদ্দিন, রাজগঞ্জ প্রতিনিধি : মণিরামপুরে গত দুদিনে একজন নারী ও একজন পুরুষের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গত শুক্রবার (১৭ জুন-২০২২) সন্ধ্যায় মণিরামপুরের ঢাকুরিয়া বাজার এলাকায় ভ্যানের ধাক্কায় রাস্তার উপর ছিটকে পড়ে আবেদা খানম (৫৫) নামের একজন নারীর মৃত্যু হয়েছে এবং শনিবার (১৮ জুন-২০২২) মণিরামপুর পৌর শহরের দূর্গাপুরে জসিম উদ্দিন (৫৪) নামের এক পল্লী চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। নিহত আবেদা খানম উপজেলার জামজামি গ্রামের আব্দুস সালামের স্ত্রী এবং পল্লী চিকিৎসক জসিম উদ্দিন ঢাকা নিউ মার্কেট এলাকার আব্দুর রহিমের ছেলে। এই পল্লী চিকিৎসক জসিম উদ্দিন মণিরামপুর পৌর শহরের দূর্গাপুরের আমিনুল ফকিরের বাড়িতে ভাড়া থাকতেন এবং তিনি একাএকাই থাকতেন। জানাগেছে- জসিম উদ্দিনের ঘরের দরজা এদিন সকাল থেকে বন্ধ দেখে স্থানীয় লোকজন তাকে ডাকা-ডাকি করে। এক পর্যায় ঘরের ভিতর থেকে কোনো সাড়া না পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে মণিরামপুর থানার ওসি (তদন্ত) গাজী মাহবুবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম এসে ঘরের দরজা ভেঙ্গে, ঘরের ভিতর থেকে তার মরাদেহ উদ্ধার করে। এরপর পুলিশ ময়না তদন্তের জন্য মরাদেহটি যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। স্থানীয়রা জানান- ওই ব্যক্তি মুসলিম ধর্ম ত্যাগ করে খ্রিষ্টান ধর্ম গ্রহন করেছেন। ফলে তার পরিবার থেকে তিনি আলাদা বসবাস করতেন। মণিরামপুর থানার ওসি (তদন্ত) গাজী মাহবুবুর রহমান বলেন- এ মৃত্যুর বিষয়টি নিয়ে তদন্ত করা হবে। এদিকে উল্লেখিত সড়ক দুর্ঘটনায় নিহত আবেদা খানমের ব্যাপারে মণিরামপুর উপজেলা হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ডবয় আক্তার হোসেন চিকিৎসকের বরাত দিয়ে বলেন- আহত তিনজনকে হাসপাতালে আনার পর আমরা আবেদা খানমকে মৃত অবস্থায় পেয়েছি। অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা গেছেন। বাকি আহত আবেদা খানমের স্বামী আব্দুস সালাম (৭০) ও ভবানীপুর গ্রামের আব্দুল গণি মোল্লার ছেলে আব্দুল মতিন (৩৮) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here