যশোর বেনাপোলে বিজিবির হাতে ১০ পিছ সোনারবার উদ্ধার

0
255

যশোর অফিস : বেনাপোল চেকপোষ্ট বাস টার্মিনালে গ্রীন লাইন পরিবহন থেকে ভারতে পাচারের উদ্দেশ্য আনা ১০ পিছ স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)। ঢাকা- কোলকাতাগামী গ্রীন লাইন (ঢাকা মেট্রো-ব-১৪-১১৬৮) পরিবহনের সীটের নীচ থেকে পরিত্যাক্ত অবস্থায় এ স্বর্ণের চালানটি উদ্ধার হয়। তবে কোন পাচারকারী আটক করা যায়নি।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার সময় চালানটি বেনাপোল স্থল বন্দরের নির্মিত বাস টার্মিনালের মধ্যে থেকে উদ্ধার হয়।
যশোর ৪৯ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী এক প্রেস বিজ্ঞপ্তির জানান,গোপন সংবাদ এর ভিত্তিতে ঢাকা থেকে বেনাপোল আসা গ্রীন লাইনের ওই পরিবহনটি তল্লাশি করে ১০ পিছ ছোট বড় স্বর্ণর বার উদ্ধার করা হয়। যার পরিমান ৭ শত ৬৬ গ্রামও বাজার মুল্য ৬৫,লাখ,৮৭হাজার ৬ শত টাকা বলে উল্লেক করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here