পদ্মা পাড়ের ২১ জেলার অর্থনৈতিক অবস্থা বিদ্যুতের গতিতে পরিবর্তন হবে: এমপি নাবিল

0
223

স্টাফ রিপোর্টার : যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, বঙ্গবন্ধুকন্যার একক সিদ্ধান্তে পদ্মা সেতু করেছেন। যার সুফল পাবেন ২১ জেলার মানুষ। পদ্মা পাড়ের ২১ জেলার অর্থনৈতিক অবস্থা বিদ্যুতের গতিতে পরিবর্তন হবে। কৃষি ও শিল্পে ব্যাপক প্রসারতা বৃদ্ধি পাবে। ঢাকার সাথে সহজে যোগাযোগ রা করা সম্ভব হবে। উন্নয়নের ব্যাপারে শেখ হাসিনা কারো সাথে আপোষ করেন না। পদ্মা সেতু তার সবচেয়ে বড় প্রমাণ। তাই দেশের উন্নয়নের স্বার্থে শেখ হাসিনার ছাতার নিচে ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। শুক্রবার (২৪ জুন) যশোর সদর উপজেলার কাশিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতীয় ও তৃতীয়তলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন। প্রতিষ্ঠানের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রবিউল আলমের সভাপতিত্বে কাজী নাবিল আহমেদ বলেন, শেখ হাসিনার শাসনামলে যশোরের ব্যাপক উন্নয়ন হয়েছে। গত সাত বছরে ১২০০ কোটি টাকার উন্নয়ন হয়েছে। ভৈরব নদী খনন, মেডিকেল কলেজ, আর্মি মেডিকেল, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ অসংখ্যক মেঘা প্রজেক্ট বাস্তবায়ন হয়েছে। শেখ হাসিনার উন্নয়নের ধারা রা করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগকে রাষ্ট্র মতায় আনার কোনো বিকল্প নেই। এ সময় বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টু, কাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহীদুজ্জামান শহীদ, চেয়ারম্যান শরিফুল ইসলাম ও প্রধান শিক মোমিনুজ্জামান মোমিন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগ নেতা ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সবুর হেলাল, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুখেন মজুমদার, উপ-প্রচার সম্পাদক লুৎফুল কবীর বিজু, জেলা যুবলীগের সহ-সভাপতি সৈয়দ মেহেদী হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ রফিকুল ইসলাম রফিক, দফতর সম্পাদক হাফিজুর রহমান, ত্রাণ ও পুনঃবাসন সম্পাদক কাজী তৌফিকুল ইসলাম শাপলা, সদস্য কেরামত আলী, জেলা মহিলালীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাহানা আক্তার প্রমুখ। এরপর বিকালে দেয়াড়া ইউনিয়নে মঈনুল ইসলাম দাখিল মাদরাসার একতলা বিশিষ্ট ভবনের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সভাপতি ওয়াজেদ আলীর সভাপতিত্বে ও দেয়াড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি লিয়াকত আলী ও বর্তমান আহবায়ক জাফর ইকবালের সঞ্চলনায় বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টু ও প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত সুপার আব্দুস সামাদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মুন্সি মহিউদ্দিন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, জেলা জাতীয় শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি জবেদ আলী, সদর উপজেলা যুবলীগ নেতা মাজহারুল ইসলাম মাজহার, যুগ্ম-আহবায়ক শহীদুজ্জামান শহীদ, দেয়াড়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাদের, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, ইউপি সদস্য শিপন হোসেন, মাসুদ রানা, বাবু গাজী, বিলকিস সুলতানা, প্রশান্ত বিশ্বাস, দেয়াড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক আখতারুল কবীর মিলন, যুগ্ম-আহবায়ক মোফাজ্জেল হোসেন মোফা, যুবলীগ বাবলুর রহমান, আহমেদ আলী, দাউদ হোসেন, ফারুক হোসেন, মেহেদী হাসান হানিফ, সিরাজুল ইসলাম, শরিফুল ইসলাম, আলতাফ হোসেন। এর আগে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ শংকরপুর বাস টার্মিনালে কাউন্সিলর শাহেদ হোসেন নয়নের অফিস উদ্বোধন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here