বেনাপোলে সাপের কামড়ে ১ কিশোরের মৃত্যু

0
234

বেনাপোল থেকে এনামুলহকঃ যশোরের বেনাপোল সীমান্তের রঘুনাথপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে, জীবন (১২) সাপের কামড়ে নিহত হয়েছে।
২৬শে জুন রবিবার দুপুর ১ টার দিকে গোয়াল ঘরের পিছনে খেলা করার সময় তাকে সাপে কামড় দিলে সে চিতকার করতে থাকে। পরে দুপুর ২টার সময় তাকে চিকিৎসার জন্য নাভারণ হসপিটালে নেওয়ার পর কর্মরত চিকিৎসক তার মৃত্যু হয়েছে বলে জানান। এসময় এলাকাবাসী জামির হোসেন তার মৃত্যু নিশ্চিত করে বলেন, দুপুর ১ টার সময় ছেলেটির পায়ে সাপে কামড় দেয়। পরে তাকে চিকিৎসার জন্য নাভারণ হসপিটালে নিয়ে যায়। পরে কর্মরত ডাক্তার তাকে দেখে মৃত্যু হয়েছে বলে জানান। ছেলেটি খুব ভালো ছিলো সে ক্লাস ফাইভে পড়তো। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here