খেলতে খেলতে ইংরেজি শিখছে যশোর কালেক্টরেট স্কুলের শিার্থীরা

0
282

স্টাফ রিপোর্টার : খেলতে খেলতে ইংরেজি শিখছে যশোর কালেক্টরেট স্কুলের শিার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. তজিমুল ইসলাম খান ইংরেজিতে সবজি-ফলের নাম লেখা কার্ড নিয়ে ক্রেতার (শিার্থী) দল বাজারে ছুটছে। নাম লেখা সবজি-ফল খুঁজে বের করার চেষ্টা করছে। আর বিক্রেতার (শিার্থী) দল তাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। এরই মধ্যে সবজি-ফল খুঁজে ভলেন্টিয়ারদের কাছে জমা দিচ্ছে ক্রেতারা (শিার্থীরা)। যশোর কালেক্টরেট স্কুল মাঠে এভাবে বাজার তৈরি করে খেলতে খেলতে ইংরেজি ভাষা শিার কর্মশালায় অংশ নিলো দুই শতাধিক শিার্থী। বৃহস্পতিবার (৩০ জুন) যশোরের ‘আইডিয়া স্পোকেন দ্য গেম মেথড টিম’ কালেক্টরেট স্কুলে এ কর্মশালার আয়োজন করে। স্কুলের পৃষ্ঠপোষকতায় দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। কালেক্টরেট স্কুলের অধ্য মো. মোদাচ্ছির হোসেনের সভাপতিত্বে কী-নোট স্পিকার ছিলেন আইডিয়া স্পোকেন দ্য গেম মেথডের প্রতিষ্ঠাতা সরকারি এমএম কলেজের সহকারী অধ্যাপক হামিদুল হক শাহীন। সমন্বয়কারী নাবিলা সুলতানা দিশার নেতৃত্বে ছয় সদস্যের টিম কর্মশালাটি পরিচালনা করেন। আয়োজকরা জানিয়েছেন, বিদ্যালয়ের সহ-শিা কার্যক্রমের অংশ হিসেবে আগামী আট মাসে স্কুলের ৪র্থ শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত অন্তত ১০০ শিার্থীকে বিদ্যালয়ে ইংরেজি ভাষায় পারদর্শী করে তোলার প্রকল্প এটি।
‘আমরা ইংরেজি নিয়ে খেলতে শেখাই। কারণ, ভাষাশিা খেলতে খেলতেই হয়’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী কর্মশালায় সব আলোচনা ও আয়োজন খেলার ছলে ইংরেজি ভাষা শিাকে কেন্দ্র করেই হয়। অনুষ্ঠানে কী-নোট স্পিকার সহকারী অধ্যাপক হামিদুল হক বলেন, ইংরেজি ভাষা কঠিন নয়, কিন্তু আমরা ইংরেজি শেখানোর মাধ্যমকে কঠিন বানিয়ে ফেলেছি। ভাষাশিার সবচেয়ে সহজ এবং ফলপ্রসূ মাধ্যম হলো খেলার ছলে শিা। গতানুগতিক ধারার বাইরে বেরিয়ে আমরা সেটাই করছি। জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান গতানুগতিক প্রক্রিয়ার বাইরে এসে এভাবে ইংরেজি ভাষা শিা প্রক্রিয়ার প্রশংসা করেন। অনুষ্ঠান শেষে বিজয়ী শিার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here