কয়রায় চিংড়িতে অপদ্রব্য পুশ 35 হাজার টাকা জরিমানা আদায়

0
227

কয়রা (খুলনা) প্রতিনিধি,খুলনার কয়রায় বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে মৎস্য ব্যবসায়ী মো: আওছাফুর রহমান (31) ও মো: সুজন গাজী (20) এর নিকট থেকে 35 হাজার টাকা জরিমানা আদায় করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। কয়রার সিনিয়ার উপজেলা মৎস্য অফিসার মো: আমিনুল হক জানান, পুশ বিরোধী অভিযানের আওতায় 2 জুলাই শনিবার বেলা 11 টায় উপজেলা সদরের দালাল বাড়ির মোড় এলাকা থেকে অপদ্রব্য মিশ্রিত 90 কেজি চিংড়িসহ ব্যবসায়ী আওছাফুর ও সুজন কে আটক করা হয়।পরে প্রশাসনিক জরিমানার আওতায় আওছাফুর কে 30 হাজার এবং সুজনের নিকট থেকে 5 হাজার টাকা জরিমানা আদায় করা হয়।অপদ্রব্য মিশ্রিত চিংড়ি মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here