যশোরে অজ্ঞাত নারীর গলিত মরদেহ উদ্ধার

0
251

যশোর অফিস : যশোরের অজ্ঞাত এক নারীর গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।রোববার সন্ধ্যায় সদর উপজেলার খিতিবদিয়া গ্রামের একটি মেহগনি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
যশোর ওসি তাজুল ইসলাম জানান, বেশ কয়েকদিন আগে থেকেই পঁচা গন্ধ পাচ্ছিলেন স্থানীয়রা। বিকেলে সাজ্জাদ হোসেন নামে এক ব্যক্তি মেহেগুনি বাগানের পাশ দিয়ে যাবার সময় গলিত মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি জানান, ওই নারীকে হত্যার কারণ কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here