যশোরে অপদ্রব্য পুশ করা এক টন চিংড়ি জব্দ, জরিমানা

0
232

যশোর অফিস : অপদ্রব্য পুশ করা এক টন চিংড়ি জব্দ করেছে র‍্যাব -৬ যশোর ক্যাম্পের সদস্যরা। এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাছের মালিক রুবেল হুসাইনকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার গভীর রাতে যশোর শহরতলীর রাজাহাট এলাকায় রাস্তার উপর অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে ট্রাকভর্তি চিংড়ি মাছ জব্দ করা হয়।
র‍্যাব -৬ যশোর ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার নাজিউর রহমান জানান, তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ইনজেকশনের মাধ্যমে জেলি পুশ করা অস্বাস্থ্যকর এক ট্রাক চিংড়ি মাছ বাজারজাতকরণের উদ্দেশ্যে সাতক্ষীরা থেকে সিলেট নিয়ে যাওয়া হচ্ছে। এরপর শনিবার রাতে র‍্যাবের একটি দল যশোর শহরতলীর রাজাহাট এলাকায় মহাসড়কের উপর অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে চিংড়ি মাছ ভর্তি একটি ট্রাক আটক করে পরীক্ষা করা হয়। এ সময় চিংড়ি মাছে ইনজেকশনের মাধ্যমে জেলি পুশ করার প্রমাণ পাওয়া যায়। এজন্য ভ্রাম্যমাণ আদালত গঠন করে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫২ ধারা লংঘন করার অপরাধে চিংড়ি মাছের মালিক যশোরের কেশবপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের রুবেল হুসাইনকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় ।
অভিযানকালে উপজেলা নির্বাহী অফিসার অনুপ দাশ, যশোর জেলা মৎস্য অফিসার সাইদুর রেজা উপস্থিত ছিলেন।
পরে জব্দকৃত চিংড়ি মাছ উপস্থিত জনগণের সম্মুখে ধ্বংস করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here