মণিরামপুরে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যের ঐচ্ছিক তহবিল থেকে নগদ অর্থ বিতরণ

0
217

হেলাল উদ্দিন, রাজগঞ্জ প্রতিনিধি : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্যের ঐচ্ছিক তহবিল থেকে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মণিরামপুরের ৩৬১ জন অস্বচ্ছল, অসহায় ও গরীব মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার (৬ জুলাই-২০২২) সকালে মণিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ অর্থ বিতরণ করা হয়।
এ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উল্লেখিত মানুষদের মাঝে এই নগদ অর্থ বিতরণ করেন। মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ কাজী মাহমুদুল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগের আহ্বায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জলি আক্তার, উপজেলা আওয়ামীলীগ নেতা অ্যাড. বশির আহম্মেদ খান প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here