যশোর প্রতিনিধি : যশোরের একতা হসপিটালের দ্বিতীয় তলায় অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৫ জুলাই) বিকেল সাড়ে পাঁচটায় এ ঘটনা ঘটে। এতে কোন আহতের ঘটনা ঘটেনি। বিকেল ৫ টা ৪৫ এর দিকে দুই তলার ৫ নম্বর রুমে থাকা এক রোগীর অক্সিজেন দেয়ার সময় এ সিলিন্ডার বিস্ফোরণ হয়। এসময় বিকট শ্বদ হয়। সাথে সাথেই অক্সিজেন দিতে আসা ওই সেবিকার শরীরে আগুন লেগে যায়।
যশোর ফায়ার সার্ভিসের লিডার মনিরুল ইসলাম জানান, ছয়টার সময় তারা ঘটনাস্থলে আসেন। ছয়টা ১৫ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রনে আনা হয়। এতে কোনো প্রাণহানী হয়নি বলে তিনি জানান। সিলিন্ডার বিস্ফোরণের মাধ্যমেই আগুনের সূত্রপাত বলে তিনি নিশ্চিত করেছেন।















