ঝিনাইদহে মোটরসাইকেল দূর্ঘটনায় পঙ্গু ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী

0
382

রানা আহম্মেদ অভি, ইবি : ঝিনাইদহের শৈলকুপায় বোপরোয়া ট্রাকের সাথে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আঘাত পেয়ে পঙ্গু হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী আবেদীন রনি। তিনি অত্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে ক্যাম্পাস পার্শ্ববর্তী শৈলকুপা উপজেলার শেখপাড়া বাজারের ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে। এতে তার এক পা ভেঙ্গে হাড় বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া মাথায় ও হাতে গুরুতর আঘাত পেয়েছে। অবস্থা খারাপ দেখায় ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীরা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা ইনেজেকশন ও প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত বিশ্ববিদ্যালয়ের এম্বুলেন্সে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠান। পরবর্তীতে সেখান আবারো উন্নত চিকিৎসার নিমিত্তে সে রাতেই ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়ার পরামর্শ দিলে বিকেলের দিকে ক্যাম্পাসের অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয়। প্রতক্ষদর্শীরা সূত্রে জানা যায়, শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে মালবাহী একটি ট্রাক কুষ্টিয়া-খুলনা মহাসড়কে ঝিনাইদহ থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। এসময় রনি একাই ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলে ক্যাম্পাসের দিকে আসার জন্য মোটরসাইকেল ঘুরাচ্ছিলেন। এসময় মোবাইল ফোনে একটি কল আসলে রিসিভ করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে ট্রাকের সামনের অংশের সাথে বাইকের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক ডা. জাকিয়া আক্তার বলেন, ভ্যানে করে কয়েকজন একটি ছেলেকে আহত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠিয়েছি। প্রধান নিরাপত্তা কর্মকর্তা আব্দুস সালাম সেলিম বলেন, কুষ্টিয়ার ডাক্তাররা ঢাকায় নেওয়ার পরামর্শ দিলে তার সহপাঠী ও সিনিয়রদের সাথে ক্যাম্পাসের অ্যাম্বুলেন্সেই ঢাকায় পাঠানো হয়। বাইক ও ট্রাকটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। বাংলা বিভাগের অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথী বলেন, আমরা বিভাগের পক্ষ থেকে সার্বিকভাবে খোঁজখবর নিচ্ছি।মোটরসাইকেল চলন্ত অবস্থায় ওই শিক্ষার্থীর মোবাইলে কল এসেছিল। কল ধরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সামনে পড়ে। এতে তার পায়ের হাড় ভেঙ্গে দুই ভাগ হয়ে যায়। ডাক্তারদের পরামর্শ অনুযায়ী তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here