ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : ডুমুরিয়ার উত্তর মাগুরাঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭টি সিলিং ফ্যান চুরি করেছে চোরেরা। শনিবার সকালে স্কুলের রুম খুলে দেখা যায়, স্কুলের জানালার গ্রিল কেটে এ চুরি সংগঠিত হয়েছে। এঘটনায় ডুমুরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিবপদ রায় জানায়,স্কুল বন্ধ থাকার কারণে বেশ কয়েকদিন ধরে স্কুল খোলা হয় না। কিন্তু আগামী ১৭ জুলাই স্কুল খোলা হবে এ কারনে রুম গুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য রুম খোলা হয়। রুমের ভিতর প্রবেশ করে দেখা যায় দোতলার তিনটি রুমের জানালার গ্রীল কেটে ৭ টি সিলিং ফ্যান চুরি করে নিয়ে গেছে।
এঘটনায় তিনি বাদী হয়ে ডুমুরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। এছাড়া গত ৭ জুলাই মাগুরাঘোনা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় ও কাঞ্চনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একইভাবে চুরি সংগঠিত হয়।
এব্যাপারে ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।















