নিজেদের ট্রলির নিচে চাপা পড়ে আপন চাচাতো ভাই-বোনের মৃত্যু

0
216

যশোর প্রতিনিধি : যশোর সদর উপজেলার নরেন্দ্রপুরে নিজেদের মাটি বহনকারী ট্রলির চাপায় আপন চাচাতো দুই ভাই বোনের মৃত্যু হয়েছে রোববার (১৭ জুলাই) সকাল সাতটার দিকে নরেন্দ্রপুর ইউনিয়নের জিরাট সরদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন একই গ্রামের কামাল হোসেনের মেয়ে তায়িবা (৪) এবং কামাল হোসেনের আপন ভাই জামাল হোসেনের ছেলে আবু হুরাইয়া (২)।
জানা যায়, রোববার সকালে কামাল হোসেন তার নিজস্ব ট্রলি নিয়ে কাজে বের হবার উদ্দেশ্যে ট্রলি ব্যাক গিয়ারে দিয়ে বাড়ি সংলগ্ন রাস্তায় ওঠার চেষ্টা করে। এমন সময় তায়িবা ও আবু হুরাইয়া খেলার ছলে ট্রলির পিছনে চলে যায় এবং ট্রলির নিচে চাপা পড়ে। বিকট শব্দ শুনে আশেপাশের লোকজন জড় হয় এবং কামাল হোসেন ট্রলি থেকে নেমে গিয়ে দেখেন ওই দুই শিশু টলির নিচে চাপা পড়েছে। পরে তাদের সেখান থেকে উদ্ধার করলে ঘটনাস্থলেই ওই দুই শিশুর মৃত্যু হয়। যশোর কোতোয়ালি থানার এসআই নাসির উদ্দিন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ বাড়িতেই আছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here