যশোরে যাত্রীবাহী বাসের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা, আহত ৪০

0
225

যশোর প্রতিনিধি : যশোরে যশোর-বেনাপোল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে যাত্রীবাহী বাসের ধাক্কায় বাসে থাকা নারী, পুরুষ, শিশুসহ ৪০ যাত্রী গুরুতর আহত হয়েছে।
রবিবার (১৭ জুলাই) বিকাল সাড়ে চারটার দিকে যশোর বেনাপোল মহাসড়কের মালঞ্চি কোল্ড স্টোরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহতরা হলেন- বেনাপোল ছোট আচড়া গ্রামের নাগর (৫০), ঝিকরগাছা উপজেলার শিওরদাহ গ্রামের মহর আলী (৪৫), মিলি খাতুন (২৮), ঢাকার মিরাজ (৪৮), শার্শা শালকোনা গ্রামে শাহানা বেগম(৩৫), ঝিনাইদাহের গোলাম মোস্তফা (৫২), রায়হান (৫৪), মিনতি রানী। বাকি আহতরা অজ্ঞাতনামা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বেনাপোল থেকে ছেড়ে আসা ওই যাত্রীবাহী বাসটি মালঞ্চি ওল্ড স্টোরে সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা দেয়। এ সময় বাসে থাকা ৪০ জন যাত্রী কমবেশি আহত হয়। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে স্থানীয়দের সহোযোগিতায় আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের জরুরি বিভাগে ডাক্তার আহম্মেদ তারেক শমস বলেন, এ পর্যন্ত ২০-২২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম বলেন, দূর্ঘটনা কবলিত ওই বাসের চালক পালিয়েছে। আহতদের পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here