যশোরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান

0
218

যশোর অফিস : যশোরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়েছে। গত সোমবার সকালে শহরতলীর ধর্মতলা এলাকায় বেসরকারি উন্নয়ন সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র যশোর জোনাল অফিস থেকে পিকেএসএফ এর ২০২০ এবং ২০২১ কার্যক্রমের আওতায় উচ্চ মাধ্যমিক প্রথম ও দ্বিতীয় বর্ষে অধ্যায়নরত কৃতি শিক্ষার্থীদের মাঝে এই বৃত্তি প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল হাসান। পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালক ও জোনাল ম্যানেজার গাজী এনামুল কবীরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক রবিউল ইসলাম ও ব্যুরো বাংলাদেশ যশোর জোনাল ম্যানেজার আল আমিন খান।
উপস্থিত ছিলেন পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের প্রশাসনিক কর্মকর্তা রেজাউল করিম, খুলনা এরিয়া ম্যানেজার নিতীশ বিশ^াস, যশোর এরিয়ার এরিয়া ম্যানেজার আনোয়ারুল ইসলাম, মেহেরপুর এরিয়া ম্যানেজার কামাল হোসেন, ঝিনাইদহ এরিয়া ম্যানেজার হাসানুর রহমান, যশোর সদরের ম্যানেজার নাজিদা খাতুন প্রমুখ।
অনুষ্ঠানে প্রত্যেক শিক্ষার্থীর হাতে ১২ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here