যশোরে আগামী ২১ জুলাই প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাবে ২৬২ পরিবার

0
213

যশোর প্রতিনিধি : যশোরে তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে ভূমি ও গৃহহীন ২৬২ পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহারের ঘর। আগামী ২১ জুলাই আনুষ্ঠানিকভাবে এ সকল ভূমি ও গৃহসমূহ দলিলসহ হস্তান্তর করা হবে। মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।
জেলা প্রশাসক জানান, প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সব এলাকায় ভূমিহীন ও গৃহহীনদের ঘর দেয়া হবে। কোনো মানুষই আর গৃহহীন থাকবে না। এ প্রকল্পের আওতায় যশোরের আট উপজেলায় ২৬২ পরিবারের মাঝে ২৬২টি নতুন গৃহ উপহার দেয়া হবে। সেইসাথে দুই শতক জমির দলিলও দেয়া হবে। আগামীতে যশোর সদর, কেশবপুর, মণিরামপুর, চৌগাছা, বাঘারপাড়া, ঝিকরগাছা, শার্শা ও অভয়নগর উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত করা হবে। সেই লক্ষে কাজ চলছে। প্রকৃত ভুক্তভোগীদের যাচাই-বাছাই চলছে। গৃহহীন কেউ থাকবে না। এ পর্যায়ে ২৬২টি পরিবারের মাঝে বাঘারপাড়ায় ২৫, অভয়নগরে ৫, মণিরামপুরে ৩৪, কেশবপুরে ১৩, ঝিকরগাছায় ৯২, চৌগাছায় ৩৮ ও শার্শায় ৫৫টি পরিবারের মাঝে নতুন গৃহ দেয়া হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী সাইয়েমুজ্জামান ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তুষার কুমার পাল এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here