নিজস্ব প্রতিবেদক : যশোর শহরের বেজপাড়া পূর্ব শত্রুতার জের ধরে বিপ্লব হোসেন নামের এক যুবককে লোহার রড জিআই পাইপ দিয়ে ভিডিও গুরুতর আহত করেছে একই এলাকা শীর্ষ সন্ত্রাসী বুনো আসাদ (৫৫) ও তার দুই ভাই সাইদ হোসেন (৪৫) ও তুহিন (৩৪)। বুধবার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বেজপাড়ার বনানী রোড শান্তি-শৃঙ্খলা অফিসের পাশে এ ঘটনা ঘটে।
আহত বিপ্লব হোসেন চাচড়া রায়পাড়া এলাকার মৃত বিল্লাল হোসেনের ছেলে। এবং বুনো আসাদ, সাইদ ও তুহিন বেজপাড়ার মৃত আহমেদ আলীর ছেলে।
বিপ্লব হোসেনের অভিযোগ বুধবার সন্ধ্যায় তিনি ব্যাক্তিগত কাজে শান্তি শৃঙ্খলা অফিসের পাশে অবস্থান করছিলো। এ সময় হঠাৎ বুনো আসাদ, সাইদ ও তুহিন জিআই পাইপ লোহার রড নিয়ে তার উপরে অতর্কিত হামলা করে। তাকে এলোপাতাড়ি পিটিয়ে হাত, পা ভেঙে দিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরবর্তীতে বিপ্লবের চিৎকার শুনে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
তিনি আরও জানান, এর আগে বুনো আসাদ সহ তার ভাইদের সাথে নানা বিষয়াদি নিয়ে বিরোধ ছিলো। ফলে পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে বলে জানান বিপ্লব।















