ঝিকরগাছার পল্লীতে পাট খাওয়াকে কেন্দ্র করে এক নারীকে কুপিয়ে জখম

0
222

বিল্লাল হুসাইন : যশোরের ঝিকরগাছার পল্লীতে ছাগলে পাট খাওয়াকে কেন্দ্র করে রত্না খাতুন(৩৫) নামের এক নারীকে কুপিয়ে জখম করেছে ওই একই গ্রামের বিলাত গাজীর ছেলে মোশারফ গাজী। ঘটনাটি ঘটেছে উপজেলার ছোট পোদাউলিয়া গ্রামে। এব্যাপারে ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে জানাগেছে, যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের ছোট পোদাউলিয়া গ্রামের আইউদ্দিন সরদারের মেয়ে রত্না খাতুনের একটি ছাগল বুধবার দুপুরে একই গ্রামের মৃত বিলাত গাজির ছেলে মোশাররফ গাজির পাট ক্ষেতে যায়। এসময় মোশাররফ গাজি পাট ক্ষেতে ছাগল যাওয়ায় ক্ষিপ্ত হয়ে রত্না খাতুন ও তার ভাই জাহাঙ্গীরের বৌ সাহানারা খাতুনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে শালীনতা হানির করতে থাকে। এক পর্যায়ে তাদের মধ্যে বাক বিতর্কের সৃষ্টি হয়। এসময় মোশাররফ গাজির হাতে থাকা গাছি দা দিয়ে রত্না খাতুনকে কুপিয়ে মারাত্মক ভাবে জখম করে। রত্না খাতুনের ভাবি সাহানারা ঠেকাতে এগিয়ে এলে মোশাররফ গাজি তাকেও ব্যাপক মারপিট করে আহত করে। স্থায়ীরা তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করে। পরে রত্না খাতুনের অবস্থার অবনতি হলে তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে যানা যায়। এব্যাপারে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্তর নিকট মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি, এবিষয়ে তদন্ত পূর্বক অইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here