মাবিয়া রহমান,মনিরামপুর প্রতিনিধিঃ পাঁচ বছর আগের দায়েরকৃত ছয়টি মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি আল-আমিন হোসেনকে কেশবপুর থেকে গ্রেফতার করেছে মনিরামপুর থানা পুলিশ।বৃহস্পতিবার(২১শে জুলাই) মনিরামপুর থানার একটি চৌকস টিম কেশবপুর উপজেলার ভেকচি এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত আসামীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামি আল আমিন মনিরামপুরের সালামতপুর গ্রামের মফিজুর রহমানের ছেলে।তার নামে মনিরামপুর থানায় ৩টি সিআর সাজা ওয়ারেন্ট,২টি জিয়ার ওয়ারেন্ট,১টি সিআর ওয়ারেন্ট ও মাদক মামলা রয়েছে।মাদক,চেক জালিয়াতি ও প্রতারণা সহ ছয়টি মামলার ওয়ারেন ভুক্ত আসামি আলামিন পরিচয় গোপন করে দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়িতে আত্মগোপনে ছিল।গোপন সংবাদের ভিত্তিতে মনিরামপুর থানা পুলিশের এ এস আই সোহেল রানা পারভেজের একটি সঙ্গীয় টিম আসামিকে তার শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার করে। মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী জানান, এ এস আই সোহেল রানা পারভেজের নেতৃত্বে ৫ সদস্যের একটি সঙ্গীয় টিম কেশবপুরের ভেকচি গ্রাম থেকে আসামিকে গ্রেফতার করে।















