মণিরামপুরে মোটর সাইকেলের ধাক্কায় আহত বৃদ্ধর মৃত্যু

0
194

হেলাল উদ্দিন, রাজগঞ্জ প্রতিনিধি :মণিরামপুর উপজেলার চিনোটোলা বাজারে মোটর সাইকেলের ধাক্কায় আহত বৃদ্ধ আব্দুস সামাদের (৮০) মৃত্যু হয়েছে।
মারা যাওয়া আব্দুস সামাদ উপজেলার রতনদিয়া গ্রামের বাসিন্দা। তিনি চার সন্তানের জনক।
জানাগেছে- বৃহস্পতিবার (২১ জুলাই-২০২২) বেলা সাড়ে ১১টার দিকে চিনোটোলা বাজারের একটি কিন্ডার গার্ডেন স্কুল থেকে প্রয়োজনীয় কাজ মিটিয়ে বৃদ্ধ আব্দুস সামাদ বাড়ি রতনদিয়া গ্রামের দিকে আসছিলো। এসময় দ্রুতগতিতে থাকা একটি মোটর সাইকেল তাকে ধাক্কা দিলে রাস্তার উপর লুটিয়ে পড়ে আহত হন তিনি। এরপর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে কেশবপুর উপজেলা হাসপাতালে নেন। সেখানে এ বৃদ্ধর অবস্থার অবনতি হলে হাসপাতাল কর্তৃপক্ষ যশোর সদর হাসপাতালে রেফার করেন। যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২২ জুলাই-২০২২) সকাল ৯টার পরে মারা যান আব্দুস সামাদ।
স্থানীয় বাসিন্দা জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here