যশোরে স্বামী হত্যার বিচার দাবি করে প্রেসক্লাবে সংবাদ সন্মেলন

0
204

যশোর অফিস : যশোরের চৌগাছার দেবিপুর গ্রামের বিপ্লব হোসেনের হত্যার বিচার চেয়ে এবার সংবাদ সম্মেলন করেছেন নিহতের স্ত্রী নাসরিন খাতুন। এরআগে তিনি হত্যার অভিযোগে গত ১৬ মে আদালতে মামলা করেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব যশোরে পরিবারের সদস্যদের নিয়ে এ সংবাদ সম্মেলন করেন। মামলা করার পর থেকে আসামিরা আরও বেপোরোয়া হয়ে উঠেছে, নানা ধরণের হুমকি ধামকি দিচ্ছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। প্রয়োজনে তার স্বামীর লাশ উত্তোলন করে ময়নাতদন্তের দাবি জানান। তার পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তার কন্যা সাবিনা আক্তার বিপাসা।
সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, গত ২৮ ফেব্রুয়ারি একটি কুকুরের বাচ্চা বাড়িতে আসা নিয়ে আসামিদের সাথে বিপ্লব হোসেনের পরিবারের ঝগড়া হয়। এসময় উভয়ের মধ্যে হাতাহাতি হয়। বিষয়টি আসামিরা মেনে নিতে পারেনি। বিপ্লব হোসেনকে খুন-জখমের ষড়যন্ত্র করতে থাকে আসামিরা। গত ১ মার্চ সন্ধ্যায় বিপ্লব হোসেন মোটরসাইকেল তার খালু শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে মুক্তাদাহ মোড়ে আসামিরা বিপ্লবের গতিরোধ ও মারপিট করে গুরুতর জখম করে। স্থানীয়র তাকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এসময় আসামিরা প্রভাবিত করে থানায় অভিযোগ দিতে বাধা দেয়। পরে খোঁজখবর নিয়ে হত্যার বিষয়টি নিশ্চিত হয়ে নিহতের স্ত্রী নাসরিন আক্তার বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। আসামিরা হলন, দেবিপুর গ্রামের আরশাদ আলী ও তার দুই ছেলে আরিফ হোসেন ও আলামিন, রমজান মালিথার ছেলে আরিফুল ইসলাম এবং নিয়ামতপুর গ্রামের বুধোর ছেলে বিপুল হোসেন।
আদালতের নির্দেশে পিবিআই মামলাটি তদন্ত করছে। এরমধ্যে আসামিরা তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণ নাশের হুমকি দিচ্ছে। এ ঘটনায় তিনি চৌগাছা থানায় একটি জিডিও করেছেন। কিন্তু তার পরেও আসামিরা ক্ষান্ত হচ্ছেনা। এমতাবস্তায় পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে নাসরিন আক্তার। বিষয়টি নিয়ে তিনি প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here