নাভারণ কলেজের প্রতিষ্টাতা তবিবুর রহমানের ছবি প্রতিকৃতি হিসাবে অধ্যক্ষের রুমে স্থাপন

0
215

জসিম উদ্দিন, শার্শা : যশোরের শার্শা উপজেলার ঐতিহ্যবাহী নাভারন ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি ও কেন্দ্রীয় যুবলীগ নেতা নাজমুল হাসান ব্যাক্তিগত উদ্যোগে শার্শার প্রবীণ রাজনৈতিক ব্যক্তি চার বারের সাবেক সংসদ সদস্য এবং নাভারণ কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মরহুম তবিবুর রহমান সরদার’র ছবি অধ্যক্ষের রুমে স্থাপন করেছেন। শনিবার সকালে কলেজের অধ্যক্ষর উপস্থিতিতে তার রুমে স্মৃতি হিসাবে ছবিটি সংরক্ষন করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন,নাভারণ কলেজের অধ্যক্ষ ইব্রহীম খলিল,উপাধ্যক্ষ আব্দুর রউফ, দাতা সদস্য ডাঃ আব্দূল মতালেব,গভাণিং বর্ডির সদস্য নাভারন কলেজের অবসর প্রাপ্ত অধ্যাপক খবির আহমেদ খান,বিদ্যুৎসাহী সদস্য হাসান ফিরোজ আহম্মেদ টিংকু, শিক্ষাঅনুরাগী সদস্য শাহারিন আলম বাদল, অভিভাবক সদস্য শরিফুল ইসলাম,রফিকুল ইসলাম ও অত্র কলেজের শিক্ষক প্রতিনিধিএবং শিক্ষক/শিক্ষিকা বৃন্দু এ সময় বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here