ডুমুরিয়ার আটলিয়া ও খর্ণিয়া ইউনিয়নে বৃষ্টির আশায় এস্তেস্কার নামাজ ও দোয়া অনুষ্ঠিত

0
236

ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : মহান আল্লাহর কাছে রহমতের বৃষ্টি চেয়ে উপজেলার আটলিয়া ও খর্ণিয়া ইউনিয়নে ইস্তিস্কার নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টায় আটলিয়া ইউনিয়ন ইমাম পরিষদ এর আয়োজনে চুকনগর ডিগ্রি কলেজ মাঠে এই নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়। এই নামাজে ইমামতি করেন সাজিয়াড়া শামছুল উলুম মাদ্রাসার শায়খুল হাদীস মুফতি শহীদুল ইসলাম ।
নামাজের পূর্বে আলোচনায় বক্তব্য রাখেন শায়খুল হাদীস মুফতি শহীদুল ইসলাম, চাকুন্দিয়া জামিয়া ইমদাদুল উলুম মাদ্রাসার মুহতামি মাওঃ লোকমান হাকিম, অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম, মাওঃ আবু সাঈদ মাহমুদ প্রমুখ। আলোচনা শেষে জাতি ও উম্মাহ’র কল্যানে অবিলম্বে রহমতের বারিধারায় ধরণীতে ভিজিয়ে দেওয়ার জন্যে আল্লাহর দরবারে ফরিয়াদ করা হয়।
অনুরুপভাবে দুপুর সাড়ে ১২টায় খর্ণিয়া পেট্রোল পাম্প বাঁলুর মাঠে ইস্তিস্কার নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য, শ্রাবনের ভরা মৌসুমেও অত্র এলাকায় বৃষ্টির কোন দেখা নেই। সেইসাথে প্রচন্ড আর ভ্যাপসা গরমে প্রাণীকুল যখন অতিষ্ঠ হয়ে উঠেছে তখন মহান আল্লাহর দরবারে রহমতের বৃষ্টির আশায় ইস্তিস্কার নামাজ ও দোয়া অনুষ্ঠিত হল। এই নামাজের পরে বেলা ১টার দিকে এলাকায় মাঝারী ধরণের বৃষ্টিপাত হয়, এতে কিছুটা স্বস্তি ফিরে আসে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here