ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : পচা ও দুর্ষিত খাবার পরিবেশনের অপরাধে ডুমুরিয়া উপজেলার খর্নিয়া বাজারে এক খাবারের হোটেলে তিন হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার সময় এ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শরীফ আসিফ রহমান।
জানা যায়, খর্নিয়া বাজারের হোটেল ব্যবসায়ী শাহাবুদ্দিন গাজী তার হোটেলে দীর্ঘদিন ধরে পচা, নষ্ট ও দূর্ষিত খাবার পরিবেশন করে আসছিল। এ গোপন সংবাদে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে সেখানে অভিযান পরিচালনা করে সত্যতা নিশ্চিত করা হয় এবং ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় উপস্থিত ছিলেন ইউএনও’র অফিস সহকারী আবু জোয়ার হোসেন ও মহিদুল ইসলাম।















