যশোর প্রতিনিধি : কক্সবাজারের ইয়াবা চোরাকারবারি আশিক মিয়াকে (২৭) যশোর থেকে আটক করেছে র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা। বুধবার (৩ আগস্ট) রাতে অভিযান চালিয়ে শহরের দড়াটানা মোড় হতে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় ওয়ানশুটারগান জব্দ করা হয়। র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আসামী আশিক মিয়া কক্সবাজারের উখিয়া উপজেলার মরিচ্যাপালং গ্রামের মনির হোসেনের ছেলে। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১২টার দিকে শহরের দড়াটানা মোড়ের জনৈক আলী মঞ্জিল মার্কেটের পশ্চিম পাশে পাকা রাস্তার উপরে সন্ত্রাসী কর্মকান্ডের উদেশ্যে অবস্থান করাকালীন সময়ে ইয়াবা চোরাকারবারি আশিক মিয়াকে আটক করা হয়। আটকের সময় আশিক মিয়ার নিকট থেকে একটি দেশীয় ওয়ান শুটারগান জব্দ করা হয়েছে। র্যাব আরও জানায়, আসামী আশিক মিয়ার তথ্য অনুসন্ধান করে জানা যায়, এর আগে আশিক মিয়া কক্সবাজার হতে ইয়াবা সংগ্রহ করে বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে বহন করাকালীন ডিএমপি, ঢাকা এর ডেমরা থানা পুলিশ ও নারায়নগঞ্জ জেলার সোনাওগাঁও থানা পুলিশ কর্তৃক বিপুল পরিমাণ ইয়াবা সহ গ্রেফতার হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা বিচারাধীন রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র এবং আসামী আশিক মিয়াকে কোতয়ালী মডেল থানায়
হস্তান্তর করা হয়েছে।















