আলিফকে বাঁচাতে এগিয়ে আসুন

0
233

যশোর অফিস : শিশুটির নাম আলিফ। বয়স ৩ বছর ৮ মাস। অন্য স্বাভাবিক শিশুর মতো সে ভূমিষ্ট হয়নি। মূত্রথলি ছাড়াই জন্ম হয় তার।
শিশুর বাবা সোহেল রানা যশোর শহরের মুজিব সড়কে একটি তৈরি পোশাকের দোকানের বেতনভুক্ত কর্মচারী। তার বাড়ি যশোর শহরের শেখহাটি ডিআইজি রোড এলাকায়।
কিছুদিন আগে সন্তানের চিকিৎসার্থে ভারতের একটি ক্লিনিকে নিয়ে গিয়েছিলেন সোহেল রানা। সেখানকার ডাক্তাররা শিশুটির পরীক্ষা নিরীক্ষা করে জানিয়েছিলেন তার শরীরের কৃত্রিম মূত্রথলি সংয়োজন করা সম্ভব। আর এজন্যে প্রয়োজন বেশ বড় অংকের টাকা। যা কি না তার পক্ষে সম্ভব নয়। সোহেল রানা দেশের বিত্তবান মানুষের কাছে উদাত্ত আহবান জানিয়েছেন, তার সন্তানের চিকিৎসার্থে যদি তারা এগিয়ে আসেন। তাহলে তার একমাত্র সন্তানের জীবন রক্ষা পায়। সহায়তা পাঠানোর হিসাব নম্বর ১২৩ ২১০ ৭০০ ২৩৩৯৮ প্রাইম ব্যাংক, গাড়িখানা রোড শাখা, যশোর। প্রয়োজনে যোগাযোগ করতে পারেন ০১৭২৯-৬৪৮৮৪৬#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here