স্টাফ রিপোর্টার কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহ সোনালী অতিত ফুটবল দলকে ২- ০ গোলে হারিয়ে বিজয়ী হয়েছেন কালীগঞ্জ মর্নিং ষ্টার ফুটবল দল। দু’দলেই প্রাক্তন ও প্রবীন খেলোয়াড়দের অংশগ্রহনে অনুষ্টিত খেলায় কালীগঞ্জ ফুটবল দলের অধিনায়ক হিসাবে নেতৃত্বে দেন ঝিনাইদহ-৪ কালীগঞ্জ সাংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ও ঝিনাইদহ দলের নেতৃত্ব দেন আহছানুজ্জামান ঝন্টু। বুধবার বিকাল ৪ টায় কালীগঞ্জ সরকারী নলডাঙ্গা ভ‚ষণস্কুল মাঠে অনুষ্টিত প্রীতি ফুটবল ম্যাচটি দেখতে প্রচুর দর্শকের সমাগম ঘটে।
কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের আয়োজনে বিকাল ৪ টায় ভ’ষনস্কুল মাঠে উপস্থিত ঝিনাইদহ জেলার প্রবীন ও প্রাক্তন খেলোয়াড়দের নিয়ে গঠিত সোনালী অতিত দলকে শুভেচ্ছা জানান কালীগঞ্জ দলের প্রাক্তন খেলোয়াড় এম পি আনোয়ারুল আজিম আনার। এরপর রেফারির বাশিতে শুরু হয় খেলা। প্রথমার্ধের ৩০ মিনিটের খেলায় কালীগঞ্জ মর্নিং ষ্টার ক্লাবের নাহিদের দেওয়া এক গোলে এগিয়ে যায় কালীগঞ্জ দল। এরপর দ্বিতিয়ার্ধে নাহিদের দেওয়া আরো একটি গোলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কালীগঞ্জ মর্নিং ষ্টার ফুটবল একাদশ। খেলা পরিচালনার দ্বায়িত্বে ছিলেন, মোমেনুল হক খোকা এবং তার সহকারী ছিলেন আব্দুর রাজ্জাক ও বাবু। ধারাভাষ্যে ছিলেন, খোরশেদ আলম, রবিউল ইসলাম ও মোস্তফা ইবনে মাসুদ। দু’দলেরই প্রবীন ও প্রাক্তন ফুটবলারদের খেলাটি দেখতে মাঠে প্রচুর দর্মকের সমাগম ঘটে।















