বেনাপোলে “সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড” এর মেট্রো শাখা উদ্বোধণ

0
234

সীমান্ত প্রতিনিধি শার্শাঃ ২০১৩ ইং সালে প্রতিষ্ঠিত সম্পূর্ণ ইসলামী শরিয়াহ মোতাবেক পরিচালিত জীবণ বীমা কোম্পানী “সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোং লিমিটেড” এর বেনাপোল শাখার শুভ উদ্বোধণ ঘোষনা করা হয়। একজনের জীবন বীমা করার সময় সঞ্চয়ী পরিবারের আশা ও স্বপ্নকে সুরক্ষিত ও লালিত করার লক্ষ্যে সোনালী’র এমন উদ্যোগ শার্শা+বেনাপোল(যশোর) এলাকায় বিস্তৃত করতেই বেনাপোলে শাখা অফিস উদ্বোধনের সিদ্ধান্ত নেয় ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ। শাখা অফিসটি উদ্বোধণ কল্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন সোনালী’র ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মীর রাশেদ বিন আমান।
বেনাপোল-যশোর মহাসড়ক সংলগ্ন বেনাপোল বাজারস্থ “নাফিস সুপার মার্কেট”এর ৩য় তলায় নব-নির্মিত শাখা অফিসটি’র অবস্থান। শাখা অফিস কার্যালয়ে ৩ শতাধিকেরও বেশী নারী-পুরুষ গ্রাহকের উপস্থিতিতে কেক কেটে অফিস কার্যালয় উদ্বোধণ করা হয়। প্রধান অতিথি সিইও মীর রাশেদ বিন আমান বলেন, ১০ বছরে পদার্পণ হওয়া “সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোং লিমিটেড”র লক্ষ্য হল আর্থিক সুরক্ষা এবং অবসর গ্রহণের জন্য প্রয়োজনীয় আয়ের সমাধান, বিনিয়োগ এবং সুরক্ষা পরিকল্পনার প্রিমিয়ার পরিসেবা প্রদানকারী হিসেবে চূড়ান্ত স্বচ্ছতা এবং গ্রাহকসেবা ওরিয়েন্টেশন সহ একসাথে, এটি জীবন বীমার উপর ভিত্তি করে দেশের প্রথম সম্পূর্ণ ইন্টিগ্রেটেড ই,আর,পি সিস্টেম প্রয়োগ করেছে, যা এর কার্য কলাপ এবং কর্ম পদ্ধতি গুলি সুগঠিত ও অত্যন্ত উৎপাদনশীল, দক্ষ এবং ব্যয় সাশ্রয়ে কার্যকর ভূমিকা রেখে চলছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড। তিনি, দায়িত্ব প্রাপ্ত ইউনিট ম্যানেজার সহ অত্রাঞ্চলে কর্মরত সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে আরও আন্তরিকতার সাথে কাজ করার এবং যারা গ্রাহক আছেন ইন্ম্যুরেন্স সম্পর্কে পুরোপুরি জ্ঞানদানে অভ্যস্থ করতে তাদেরকে ভিডিও প্রদর্শনের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়ারও পরামর্শ দেন। উদ্বোধণকালীন সময় বিশেষ অতিথি বর্গগণের মধ্যে উপস্থিত ছিলেন, বেনাপোল বাজার কমিটি’র সভাপতি-আজিজুর রহমান,সাধারণ সম্পাদক ও ৪নং বেনাপোল ইউপি চেয়ারম্যান মোঃ বজলুর রহমান, মন্টু ডাক্তার, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর এএডি- মোঃ সাজেদুল আনোয়ার,এএডি- মোঃ রফিকুল ইসলাম,এসএম- মোঃ গোলাম মোস্তফা, এএসএম-সৈয়দ মোহাম্মাদ আজিম,এএসএম-শাহিল রেহমান,এএসএম-অনুপম দাস,বিএম-মোঃ শাহাজাদা সাজু,বিএম-আবুল কাশেম,বিএম-নাজমুল হোসাইন। উদ্বোধণ অনুষ্ঠানটির সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন,মোঃ নাসির উদ্দিন,ইউএম,সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ,শেখ মঈনুদ্দিন,ইউএম এবং মোঃ রুবেল আহম্মেদ ইউএম,সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here