তরুণরাই দেশের মূল চালিকাশক্তি-সংসদ সদস্য কাজী নাবিল

0
259

খাজুরা (যশোর) প্রতিনিধি : যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, তরুণরাই দেশের মূল চালিকাশক্তি। তরুণ প্রজন্মের কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুপ্রেরণার নাম। তরুণদের কাছে তিনি একাধারে একজন মহান ও উদার ব্যক্তিত্ব, সফল রাজনীতিবিদ ও অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের মূর্ত প্রতীক। তারুণ্যের শক্তির প্রতি আস্থা রাখতেন বঙ্গবন্ধু। তরুণ প্রজন্মকেই শপথ নিতে হবে এই মহান নেতার নীতি ও আদর্শ ধারণ করে স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সদর উপজেলার লেবুতলা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও গণভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। কাজী নাবিল আহমেদ বলেন, বঙ্গবন্ধু ছিলেন বিশ্বের শোষিত-নিপীড়িত-বঞ্চিত মানুষের মুক্তির অগ্রনায়ক। দুঃখ-দুর্দশাগ্রস্ত ও অসহায় মানুষের প্রতি ছিল তাঁর গভীর মমত্ববোধ। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন। বুধবার (১৭ আগস্ট) বিকেলে তেঁতুলতলা বাজারে অনুষ্ঠিত আলোচনা সভা ও গণভোজ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেবুতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার বাহাউদ্দীন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মেহেদী হাসান মিন্টু। সভায় স্বাগত বক্তব্য রাখেন, লেবুতলা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা আলিমুজ্জামান মিলন। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দাউদ হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক লুৎফুর কবীর বিজু, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মঈনুদ্দিন মিঠু, উপজেলা আওয়ামী লীগ নেতা মাস্টার ওয়াজির আলী প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, জেলা মহিলা লীগের সভাপতি লাইজু জামান, লেবুতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান স্বপন কুমার মিত্র, ইউনিয়ন যুবলীগের আহবায়ক জহুরুল হক, যুগ্ন আহবায়ক খাইরুল ইসলাম ও বেল্টু রহমান লিটন, সদস্য মাসুদ রানা রনি, শাহিনুর রহমান, ছাত্রলীগ নেতা রাফায়েত রিওন, শামীম আক্তার, বাপ্পী হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ সাঈদুর রহমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here