বাঘারপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সার ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

0
241

আজম খান,বাঘারপাড়া (যশোর) : ভ্রাম্যমাণ আদালতের অভিযানে যশোরের বাঘারপাড়ায় এক সার ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ।
বুধবার দুপুরে উপজেলা সদরের মেসার্স আসিফ ট্রেডার্সে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, নির্ধারিত মূল্য তালিকা না থাকা, স্টক রেজিস্টারে অসংঙ্গতি, কৃষকদের ক্যাশ মেমো না দেওয়া, সারের কৃত্তিম সংকট দেখানোসহ একাধিক অভিযোগ পাওয়া যায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। অভিযোগ পেয়ে উপজেলা কৃষি বিভাগের সহযোগিতায় ওই প্রতিষ্ঠানে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।
অভিযোগের সত্যতা পাওয়ায় মেসার্স আসিফ ট্রেডার্সের মালিক হারুন অর রশিদ বাবলুকে ১০ হাজার জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমান আদালতের পরিচালক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বর্তমান বাজারে সারের কোনো সংকট নেই। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এধরনের অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here