আজ ২৩ আগস্ট ২০২২ মঙ্গলবার ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেলা ১১টায় জেলা কার্যালয়ে জেলা আহ্বায়ক বিশ্বজিৎ বিশ্বাসের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় ছাত্রদলের কেন্দ্রীয় আহ্বায়ক কামরুল হক লিকু, ছাত্র ইউনিয়নের(মেনন গ্রুপ) সাবেক ছাত্রনেতা জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর জেলার ভারপ্রাপ্ত সভাপতি আশুতোষ বিশ্বাস, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের জেলা দপ্তর সম্পাদক সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান রাজেশ, সদস্য নাজমুল হাসান, জাতীয় ছাত্রদলের জেলা যুগ্ম-আহ্বায়ক নাইস হাসান কাশেম, সদস্য নিদ্রিতা আফরোজ ও আতিকুর রহমান জিহাদ প্রমুখ। সভা পরিচালনা করেন জেলা যুগ্ম-আহ্বায়ক মধুমঙ্গল বিশ্বাস। আলোচকরা বলেন, ৪৯ বছর আগে শিক্ষাব্যবস্থার তথা নতুন রাষ্ট্রের যে সংকটের প্রেক্ষিতে জাতীয় ছাত্রদল প্রতিষ্ঠিত হয়েছিল তা এখনো বিদ্যমান এবং তা উত্তরোত্তর বেড়ে চলেছে। সাম্রাজ্যবাদ ও তার দালালদের পরিকল্পনায় শিক্ষাকে পণ্যে পরিণত করে চলেছে। বই, কাগজ, কলমের মূল্য বৃদ্ধি করে শিক্ষার ব্যয় বৃদ্ধি করেছে, উচ্চশিক্ষার ব্যয় বৃদ্ধি ও সম্পূর্ণ ভর্তুকি প্রত্যাহারের ষড়যন্ত্র চলছে।
নেতৃবৃন্দ দ্রব্যমূল্যের উর্দ্ধগতির এ পরিস্থিতিতে আস্তর্জাতিক বাজারে দাম কমা সত্ত্বেও জ্বালানী তেল, ইউরিয়া সারের দাম বৃদ্ধির সিদ্ধান্তকে গণবিরোধী ও জাতীয় স্বার্থবিরোধী হিসেবে আখ্যায়িত করেন। সরকার রাষ্ট্র পরিচালনার বাজেট বাস্তবায়নে দেশী-বিদেশী ঋণ গ্রহণ করে মেগা মেগা প্রকল্পের দ্বারা অবাধ লুটপাটের মাধ্যমে জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে। মূলত আইএমএফের ঋণের শর্ত মেনে দেশ পরিচালনার মধ্যে নিহিত আছে নয়াউপনিবেশিক দেশের দালাল সরকারগুলির চরিত্র। জনজীবনকে কষাঘাত করছে দ্রব্যমূল্যের অব্যাহত উর্দ্ধগতি। তেলের দাম বৃদ্ধির কারণে ইতিমধ্যে গণপরিবহন ভাড়া বৃদ্ধিসহ জনজীবন ও জাতীয় জীবনের সকল ক্ষেত্রেই এর প্রভাব পড়বে। এছাড়াও নেতৃবৃন্দ বলেন, সাম্রাজ্যবাদের আভ্যন্তরীণ দ্বন্দ্ব ও বিশ্ব বাজার প্রভাব বলয় পুনর্বন্টনের প্রতিযোগিতায় তেল ও খাদ্যকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এ অবস্থা থেকে মুক্তি পেতে তাই সাম্রাজ্যবাদ ও তার দালাল বিরোধী গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে শ্রমিক-কৃষক জনগণের রাষ্ট্র, সরকার ও সংবিধান প্রতিষ্ঠার সংগ্রামকে বেগবান করার আহ্বান জানান।
নেতৃবৃন্দ আরও বলেন, ক্যাম্পাস পুলিশ গঠন ও ক্ষমতাসীনদের মদদপুষ্ট ছাত্র নামধারী সন্ত্রাসী বাহিনী শিক্ষাপ্রতিষ্ঠানে প্রগতিশীল ছাত্ররাজনীতি বন্ধের পাঁয়তারা করছে। গণবিরোধী, অবৈজ্ঞানিক ও শিক্ষার উপর্যুপরি বাণিজ্যিকীকরণের ফলে শিক্ষা সাধারণ ছাত্রছাত্রীদের নাগালের বাইরে চলে যাচ্ছে। এতে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরেই ঝরে যাওয়া শিক্ষার্থীদের ভিড় বাড়ছে ও নিম্নমানের কেরানি তৈরির শিক্ষাব্যবস্থা বেকার সমস্যাকে ভয়ানক পর্যায়ে উপনীত করেছে। এ দেশের ছাত্র সমাজের রয়েছে ৫২’র ভাষা আন্দোলন, ৬২’র শিক্ষা আন্দোলন, ৬৯’র গণ-অভ্যুত্থান ও ৯০’র স্বৈরাচার বিরোধী আন্দোলনের এক গৌরবময় ভূমিকা। ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমাদের আহ্বান আসুন, দাবিতে সাম্রাজ্যবাদ ও তার দালাল সরকার এবং শোষকগোষ্ঠীর বিরুদ্ধে বৃহত্তর ছাত্র আন্দোলন গড়ে তুলি এবং এ আন্দোলন শ্রমিক-কৃষক-জনগণের বিভিন্ন দাবি-দাওয়ার আন্দোলনের সাথে সম্পৃক্ত করে সমাজ পরিবর্তনের সংগ্রামকে বেগবান করি। বিজয় আমাদের সুনিশ্চিত।
Home
যশোর স্পেশাল যশোরে জাতীয় ছাত্রদলের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। ১৯৭৩ সালের ২৩...















