যশোরে মাইক্রোবাসের ধাক্কায় নৈশ প্রহরী নিহত

0
206

যশোর প্রতিনিধি : যশোর শহরের আরবপুর মোড়ে মাইক্রোবাসের ধাক্কায় আবু জাফর (৬০) নামে এক নৈশপ্রহরী নিহত হয়েছেন। গত সোমবার রাত ১১ টার দিকে পালবাড়ী- চাঁচড়া সড়কের আরবপুর মোড়ে মাইক্রোবাসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে তাকে উদ্ধার করার পর আবুজাফরকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকাল ৯ টায় তার মৃত্যু হয়। ডাঃ সাজিদ হোসেন রাফি তাকে মৃত ঘোষণা করেন। আবুজাফরের যশোর সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া গ্রামের আব্দুল কাদেরেরর ছেলে। কোতয়ালী থানার এস আই তুহিন বাওয়ালী জানিয়েছেন, অভিভাবকদের আবেদনের ভিত্তিতে বিনা ময়নাতদন্তে লাশ তাদের জিম্মায় দেয়া হয়েছে।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here